পাওনা টাকা চাওয়ায় কেটে নিলো ৩ আঙ্গুল!
চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকার ঈদগাহ পাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে লেবু (৩০) নামে এক যুবককে কুপিয়ে তার বাম হাতের ৩ টি আঙ্গুল বিচ্ছিন্ন করেছে ফরহাদ হোসেন। সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় ফরহাদের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত লেবু সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের শফি উদ্দীনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকালে লেবু তার পাওনা ১ লক্ষ ৩০ হাজার টাকা চাইতে ঈদগাহ পাড়ার ফরহাদ হোসেন এর বাড়িতে যায়। এসময় ফরহাদ হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরপর তার কাছে পুনরায় টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে দা’দিয়ে লেবুকে উপর্যপুরি কুপিয়ে বাম হাতের ৩ টি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। তাকে এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
আহত লেবুর পরিবারের সদস্যরা জানায়, পাওনা টাকা চাওয়ায় ফরহাদ হোসেন এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলেও তারা জানান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য চালু নেই