পাঁচ ভাষায় মূসাকে নিয়ে ডকুফিল্ম

বাংলাদেশে বংশোদ্ভূত বিশ্বের অন্যতম অস্ত্র ব্যবসায়ী ও বিজনেস টাইকুন ড. মূসা বিন শমশেরের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে এবার পাঁচটি ভাষায় তৈরি হচ্ছে ডকুফিল্ম ‘প্রিন্স মূসা : এক রহস্যের বরপুত্র’। ইতিমধ্যে চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। ১ এপ্রিল থেকে ডকুফিল্মটির কাজ শুরু হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান এস এস কমিউনিকেশন সূত্রে জানা যায়।

বাংলার পাশাপাশি ইংরেজি, হিন্দি, জাপানি ও আরবি ভাষায় ডকুফিল্মটি তৈরি হবে। যা পরবর্তিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। ডকুফিল্মটির গবেষণা, শ্যুটিং, ডাবিং ও এডিটিং-এর জন্য দেশি-বিদেশি ২৬ জনের একটি ক্রিয়েটিভ টিম কাজ করছে। এশিয়ার অন্যতম সম্পদশালী ও ক্ষমতাবান ড. মূসা বিন শমশেরের রাজসিক জীবন ও লাইফ-স্টাইলের কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, নেলসন ম্যান্ড্রেলা, বৃটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, স্যার এ্যাডওয়ার্ড হিথ, স্যার ডেভিড ফ্রস্ট, রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়ালৎসিন এর মত বিশ্ব বরেণ্য ব্যক্তিরা তাকে প্রিন্স উপাধি প্রদান করেন।



মন্তব্য চালু নেই