পাঁচ দিনেই ‘কুস্তি’ দেখলেন ২৫ লাখ মানুষ!
চলতি বছরের জুলাইতে মুক্তি পেতে চলেছে সালমান-অনুষ্কার বহু প্রতিক্ষিত ছবি ‘সুলতান’। আর সালমান খানের ছবি মানেই আলাদা একটা উত্তেজনা থাকে সিনেমাপ্রেমীদের মধ্যে।
কুস্তিগীর সুলতান আলি খানের জীবন অবলম্বনে আলি আব্বাস জাফরের এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন সালমান। পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আনুশকা শর্মা। ছবিতে তার নাম ‘আরফা’।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সুলতানের দ্বিতীয় টিজার। সেখানে এক্কেবারে নয়া অবতারে দেখা যাচ্ছে নায়িকাকে। সেখানে দেখা যাচ্ছে, কুস্তির প্যাঁচে প্রতিদ্বন্দ্বীকে মাটিতে ফেলে দিচ্ছেন আনুশকা শর্মা।
‘ইস দেশ কি জান না, ইস দেশ কি লেডিজ হে। বাত কুছ অলগ সি হে ইনকি’। শুরুটা এই সংলাপ দিয়েই। তারপরই ‘কোমল হাতে কুস্তি’!
জি নিউজ জানিয়েছে, এবার ঈদেই মুক্তি পাচ্ছে সুলতান। প্রথম টিজারেই সারা দেশে লাল লঙ্গোট পরিহিত সালমানকে নিয়ে ঝড়। এবার সুলতানের দ্বিতীয় ধামাকা। কুস্তিগিরিতে একহাত আনুশকা শর্মার। এপ্রিলের শেষ দিনেই এই টিজার পকাশ হয়েছে ইউটিউবে। ৫ দিনেই আনুষ্কা কুস্তি দেখেছেন প্রায় ২৫ লাখ মানুষ।
মন্তব্য চালু নেই