পাঁচ’শ অভিনেতার সামনে নগ্ন হয়ে যা করলেন অভিনেত্রী
এবার অবাক কান্ড করে বসলেন এক অভিনেত্রী, কারন শহরভর্তি লোকের সামনে নগ্ন হেঁটেছেন অভিনেত্রী ল্যানিয়েস্টার৷ তাঁর পাপের সাজা হিসেবে সমাজ তাঁকে এই সাজা দিয়েছে৷ সারা শহরের লোক তাঁর দিকে থুতু ছেট্টাচ্ছে, ছুঁড়ে দিচ্ছে টোন টিটকারি৷ ‘গেম অফ থ্রোনস’সিজন ফাইভের ফাইনালের এ দৃশ্য শিউরে দেওয়ার মতোই৷ আর দৃশ্যের শুটিংও ছিল শিহরণ জাগানো৷
পর্দায় লীনা হ্যাডিকে অত্যাচারিত, অপমানিত নারীর চরিত্রে দেখা গেলেও, ন্যুড শুট করেছিলেন রেবেকা ভ্যাল ক্লিভ নামে এক থিয়েটার অভিনেত্রী৷ দৃশ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে ৫০০ জন অতিরিক্ত অভিনেতার সামনে নগ্ন হেঁটেছিলেন এই অভিনেত্রী৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ দৃশ্য অভিনয়ের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন রেবেকা৷ চরিত্র ও ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তুলতে পুরোপুরি নগ্ন হয়েই হাঁটেন তিনি ৷ শহরের অধিবাসীর ভূমিকায় তখন তাঁর সামনে ছিলেন প্রায় পাঁচশো অতিরিক্ত অভিনেতা৷ আসলে নায়িকা লীনা হ্যাডি প্রেগন্যান্ট থাকায় তিনি নিজে এই অভিনয় করতে পারেননি৷
আর তাই ২৭ বছরের মডেল-অভিনেত্রী রেবেকার ডাক পড়েছিল৷ সেদিনের শুট কে জীবনের সবথেকে ভয়ের আবার সবথেকে ভালোলাগার শুট বলে অভিহিত করেছেন অভিনেত্রী নিজেই৷
পরবর্তীকালে গ্রাফিক্স টিম রেবেকার নগ্ন শরীরি চালচলনের সঙ্গে লীনার অভিব্যক্তি মিশিয়ে পুরো এপিসোডটি তৈরি করে৷ তবে রেবেকা শুধুমাত্র নগ্ন হেঁটেই কাজ সারেননি৷ ‘ওয়াক অফ শেম’-এর প্রতি পদক্ষেপে, চলনে যে অপমান, লজ্জা মিশে ছিল তা তিনি প্রকাশ করেছিলেন ১০০ শতাংশ নিঁখুতভাবে৷
মন্তব্য চালু নেই