পাঁচবিবি সীমান্তে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

তোহা আলম প্রিন্স, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহটের পাঁচবিবি সীমান্তে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। ভারতের প্রতিরাম ৭৫ ব্যাটেলিয়ান (বিএসএফ) এর আয়োজনে আজ রবিবার বিকেলে পাঁচবিবি সীমান্তে ভারতের অভ্যন্তরে মথুরাপুর এলাকায় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে জয়পুরহটে-৩ বিজিবি ব্যাটেলিয়ান ও ভারতের পক্ষে প্রতিরাম ৭৫ ব্যাটেলিয়ান অংশগ্রহণ করে। খেলায় ভারতের ৭৫ ব্যাটেলিয়ান দল বাংলাদেশ জয়পুরহাট-৩ বিজিবি দলকে ৭-০ গোলে পারাজিত করে চাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণের খালেকুজ্জামান ও ভারতের পক্ষে ৭৫ সেক্টর কমান্ডার এস কে বাস্তেন সিং।

এছাড়ও উপস্থিত ছিলেন জয়পুরহটে-৩ বিজিবির অধিনায়ক ল্যাঃ কর্ণেল খবির উদ্দিন সরকার, ভারতের বিএসএফ এর ডি আই জি জতিন্দ্রনাথ সিং, জয়পুরহাট ও বালুরঘাটের বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ-ভারতের বিজিবি-বিএসএফ এর বিভিন্ন ক্যাম্পের কমান্ডার ও দুই দেশের প্রায় ৭ হাজার দর্শক।



মন্তব্য চালু নেই