পহেলা বৈশাখে নয়াপল্টনে অনুষ্ঠান করবে বিএনপি
বাংলা নববর্ষের প্রথম দিন তথা পহেলা বৈশাখে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছেন তারা। জাসাসের সাধারণ সম্পাদক জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আইন শৃঙ্খলা বাহিনী বরাবর লিখিত অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
নির্ধারিত সময়ের আগেই অনুমতি পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতিও জ্ঞাপন করেছেন।
তিনি আরো বলেন, আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বিকেল ৫টার মধ্যেই অনুষ্ঠানটি শেষ করা হবে। বাঙালীর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীদেরকে পহেলা বৈশাখে মন খুলে আনন্দ করার সুযোগ কর্তৃপক্ষ দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া দেশ বরণ্য জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বলে জানান মনির খান।
এদিকে দলের নেতাকর্মীরা মনে করেন, এবারের বৈশাখে নতুন মাত্রা যোগ করবে বিএনপির নেতাকর্মীরা। নির্বাহী কমিটিতে নতুন নেতাদের নিয়ে এক ধরনের উল্লাসও দেখা যেতে পারে পহেলা বৈশাখের ঐ আয়োজনে।
মন্তব্য চালু নেই