পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসার পিছনের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়া এলাকার পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসার পিছনের পুকুরে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত কিশোরের নাম এহসান। তার বয়স আনুমানিক ১০ বছর। তার গ্রামের বাড়ী পটিয়া উপজেলার ৬ নং ওয়ার্ডে বলে জানাগেছে।
স্থানীয় লোকজনের কাছে জানাগেছে, বদুমুন্সি পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের বাড়ীতে গৃহস্থীর কাজের জন্য গত কয়েকদিন আগে যোগ দেন। গত বুধবার বিকেলে কাজের ফাঁকে এহসান স্থানীয় দেওয়ানজি পুকুরে নামলে সে সাতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তার ভাসমান দেহ উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সম্প্রতিক সময়ে পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির চট্টগ্রাম
বিভাগীয় চেয়ারম্যান উপজেলার উরকিরচর ইউনিয়নের বাসিন্দা এস.এম. আলমগীর সম্রাট। ভবিষ্যতে এ বিষয়ে সচেতন হয়ে শিশুকিশোরদের অকাল মৃত্যুরোধে এগিয়ে আসার আহবান জানান।
মন্তব্য চালু নেই