পর পর তিনটি চড় হজম করলেন বিদ্যা বালান

এবার অভিনয় করতে গিয়ে বাস্তবে চড় খেয়েছেন বিদ্যা বালান। কয়েকদিন আগে ‘হামারি আধুরি কাহানি’ সিনেমাকে বাস্তব রুপ দানে বিদ্যা বালান তার সহশিল্পী রাজকুমার রাওয়ের দেয়া তিন তিনটি চড় হজম করেছেন।

জানা যায়, এই সিনেমায় রাজকুমার রাও বিদ্যা বালানের স্বামীর চরিত্রে অভিনয় করছেন। সিনেমার কাহিনিতেই চড় মারার দৃশ্য ছিল। তবে রাজকুমার রাও যে এভাবে সত্যি চড় মেরে বসবেন তা কেউ কল্পনাই করতে পারেননি।

সাধারণত ক্যামেরার কারসাজি দেখিয়ে চড়ের দৃশ্য দেখানো হয়। আর তাই যখন বিদ্যাকে সত্যি একটি চড় কষিয়ে দেয়া হয় নির্মাতা মোহিত সুরি পর্যন্ত লাফ দিয়ে ওঠেন।

কিন্তু যখন তিনি দেখেন বিদ্যা সাবলীলভাবেই অভিনয় চালিয়ে যাচ্ছেন, তিনি আর শুটিংয়ে বাধা দেননি। পরে অবশ্য মোহিত সুরি বুঝতে পারেন বিদ্যা ও রাজকুমার আগে থেকেই এই বিষয়ে পরিকল্পনা করে রেখেছিলেন। এরকম চড় মারার দৃশ্য সিনেমায় মোট তিনটি ছিল।



মন্তব্য চালু নেই