পর্ন সাইটে কী খোঁজেন নারীরা

অনলাইনে পর্ন সাইটগুলোতে নারী-পুরষদের সার্চ দেয়ার বিষয়গুলো নিয়ে নতুন একটি গবেষণা তথ্য প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি অ্যাডাল্ট সাইটের করা ওই গবেষণা তথ্যটিতে অনলাইনে নারী ও পুরুষদের সার্চ দেয়ার বিষয়গুলোর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা গেছে।

গবেষণা তথ্যে দেখা গেছে, পর্ন সাইটগুলোতে নারীরা লেসবিয়ান এবং থ্রিসাম পর্ন বেশি খোঁজে। এর ঠিক পরের অবস্থানেই রয়েছে পুরুষ সমকামী ভিডিও। এ দৃষ্টিতে দেখা গেছে স্ট্রেট পর্ন তাদের পছন্দ তালিকার একেবারে নীচের দিকে রয়েছে।

অপরদিকে পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে স্ট্রেট সেক্স। তবে ক্যাটাগরি অনুযায়ী রয়েছে পছন্দের ভিন্নতা। পুরুষরা পর্ন খোঁজার সময় টিন ক্যাটাগরিতে পুরুষদের সবচাইতে বেশি আগ্রহী দেখা গেছে। তবে পূর্ণবয়স্ক নারীদের পর্নও রয়েছে পুরুষদের পছন্দের তালিকায়।

সর্বোপরি নারীরা পুরুষদের তুলনায় লেসবিয়ান সেক্স ১৩২ শতাংশ বেশি খোঁজেন এবং থ্রিসামের ক্ষেত্রে এ পরিমান ৭৫ শতাংশ বেশি।

তবে তারকা খোঁজার ক্ষেত্রে নারী ও পুরষরা সমান অবস্থানেই রয়েছেন। নারী ও পুরুষরা সবাচাইতে বেশি খোঁজেন রিয়েলিটি শো এর অভিনেত্রী কিম কার্দিশিয়ানক।

সূত্র: দ্য মিরর



মন্তব্য চালু নেই