পর্ন দেখলে আপনার নাম, ই-মেইল আইডি প্রকাশ!

মাত্র কয়েকদিনের জন্য পর্ন সাইটগুলো খুলছিল না। তাতেই বেজায় মন খারাপ হয়ে গিয়েছিল কত মানুষের। কিন্তু যে দিন আসতে চলেছে, তাতে বিপদ যে অনেক অনেক বেশি! কেন? কারণ, খুব শীঘ্রই আপনার দেখা সমস্ত পর্ন সাইটের ইতিহাস তুলে ধরা হবে! বুঝিয়ে বলা যাক। ধরুন, কেউ যদি আপনার ফেসবুক, ই-মেল, ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, তাহলে কী এমন শক্ত কাজ যে আপনি কী কী সাইট দেখেন, সেগুলো খুঁজে পাওয়া?

এই বার ভাবুন যে, লুকিয়ে লুকিয়ে যে পর্ন সাইটগুলো আপনি এতক্ষণ দেখলেন, তা যদি সময়, কোথা থেকে, কতক্ষণ, সব তথ্য পরিসংখ্যান দিয়ে আপনার নামসহ প্রকাশ করে দেওয়া হয়, একটু লজ্জা লজ্জা লাগবে না কি আপনার?

এখনই চিন্তিত হয়ে পড়তে হবে না। কিন্তু খুব শীঘ্রই এই দিন আসছে। খুব অল্প দিনের মধ্যেই এমনটা করা হবে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ব্লগার ব্রেট থমাস এমনই প্রযুক্তি আবিষ্কার করেছেন এবং লিখেছেন, যে ২০১৫-তে এটা যেকোনও দিন থেকেই সম্ভব। না, এক্ষেত্রে সরকারকে দোষারোপ করতে পারবেন না। তাই এখন থেকেই সিদ্ধান্ত নেওয়া শুরু করুন, কী করবেন আপনি। পর্ন দেখার অভ্যাসটাই বদল করে ফেলবেন নাকি নামসহ বুক চিতিয়ে পর্ন দেখা চালিয়ে যাবেন?



মন্তব্য চালু নেই