পর্ন তারকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!

সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুললেন। নিকির দাবি, ফিল্মের শ্যুট চলার সময় ধর্ষণের পাশাপাশি তাকে শারীরিক নিগ্রহ করেছেন সহ-অভিনেতা টনি।

শ্যুটিংয়ে একটি ধর্ষণের দৃশ্যে অভিনয় করছিলাম আমরা। যৌনদৃশ্যে আমি ১৩ বছর ধরে অভিনয় করছি। কে কোন উদ্দেশ্য আমাকে স্পর্শ করছেন সেটা বুঝতে পারি। শুরু থেকেই আমার অস্বস্তি লাগছিল। পরিচালক কাট বলার পরেও টনি থামছিল না। আমার ওপরে শক্তি প্রয়োগ করছিল। আমি প্রতিবাদ করায় আমার গলা টিপে ধরে। চোখে আঘাত করে। আসলে ও আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। এমনটিই টুইট করে জানান নিকি বেঞ্জ। নিকির এমন টুইট বার্তার পর প্রতিবাদের ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠে পর্ন ফিল্মে অভিনয় করেন বলেই কি কোন নারীকে যৌন হেনস্থা করা যায়?‌ তবে অভিযোগ স্বীকার করতে নারাজ টনি। তিনি বলেছেন, যা ঘটেছে, সেটা নেহাতই দুর্ঘটনা। নিকিকে আমি ইচ্ছা করে আঘাত করিনি।



মন্তব্য চালু নেই