পর্ন ছবি সম্পর্কে যে ১০ তথ্য জানতেন না আপনি!

পর্নোগ্রাফি সম্পর্কে নানা ধারণা রয়েছে সর্বত্র। কিন্তু তার কতটা ঠিক, আর কতটা ভুল কখনও ভেবে দেখেছেন? সে সব থাক আপাতত। নীল-দুনিয়া সম্পর্কে ১০টি অবাক করে দেওয়ার মতো তথ্য তুলে ধরা হল এখানে।

১. উত্তর কোরিয়ায় পর্নোগ্রাফি দেখার শাস্তি কী জানেন? মৃত্যুদণ্ড।
২. সমগ্র ইন্টারনেটের অর্ধেক কী দিয়ে ঠাসা জানেন? পর্ন বা পর্ন সংক্রান্ত কনটেন্ট।
৩. পৃথিবীর বেশিরভাগ পুরুষই জীবনে কখনও না কখনও পর্ন দেখেছেন।
৪. আমেরিকায় সব থেকে বেশি পর্নোগ্রাফির ডিভিডি এবং ওয়েব মেটিরিয়াল তৈরি হয়। দু’নম্বরে জার্মানি।
৫. আমেরিকায় গড়ে প্রতি ৩৯ মিনিটে একটি করে পর্নছবি তৈরি হয়।
৬. ৮৮.২ শতাংশ পর্ন সিনেই আগ্রাসী কার্যকলাপ দেখা যায়।
৭. পর্ন দেখার সময়ে পুরুষরা একজন মহিলার কোন দিকে তাকান জানেন? মুখ।
৮. ব্রিটেনে অন্য সব কিছু থেকে ইন্টারনেটে বেশি সার্চ করা হয় পর্ন-এর।
৯. পৃথিবীতে টিনএজারদের বেশিরভাগই যৌনতা সম্পর্কে ধারণা তৈরি করে পর্নছবি দেখে।
১০. অস্বীকার করার উপায় নেই। পুরুষদের থেকে মহিলারা কম পর্ন দেখেন।



মন্তব্য চালু নেই