পর্নোসাইট দেখার প্রবণতা বেশি যাদের!

সারা বিশ্বে পর্নোসাইট দেখার প্রবণতা বেশি যাদের, তাদের মধ্যে ভারতের স্থান পঞ্চম। ভারতীয়রা ইন্টারনেট ব্যবহারের বেশকিছু সময় ব্যয় করেন পর্নোসাইট দেখার পিছনে। এ তথ্য কোয়ার্টজ ম্যাগাজিনের।

কোয়ার্টজ ম্যাগাজিনের এক বছরের সমীক্ষায় দেখা যায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের পর্নোসাইট দেখার প্রবণতা বেশি।

এ তালিকায় দিল্লিও উল্লেখযোগ্য স্থানে। গুগল সার্চে ভারতীয়দের প্রথম পছন্দ সানি লিয়ন। এছাড়াও তালিকায় রয়েছেন দেশটির আঞ্চলিক তারকারাও।

এদিকে স্মার্টফোনের দৌলতে নীলছবি দেখার স্বাদ নিচ্ছে গোটা বিশ্বই। পর্নোহাবের অ্যান্ড্রয়েড ট্রাফিক হিসেবে ব্রিটেন, যুক্তরাষ্ট্রের পরই অবস্থান ভারতের।

সমীক্ষা বলছে, পর্নোহাবের মোট ট্রাফিকের এক-তৃতীয়াংশ দর্শক নারী। এখানেও মার্কিন নারীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন ভারতীয় নারী।

সমীক্ষায় দেখা যায়, ভারতে সব থেকে জনপ্রিয় সমকামী নারী বা লেসবিয়ান পর্নো সিনেমা বা ভিডিও। তারপরেই রয়েছে সমকামী পুরুষ (গে পর্নোর) সিনেমা বা ভিডিও।

সমীক্ষায় উঠে এসেছে, ভারতে মোট পর্নোসার্চের মাত্র ২ শতাংশ গে পর্নোসার্চ। তবে চলতি বছরে ভারতের সুপ্রিম কোর্ট সমকামিতাকে বেআইনি ঘোষণার পরও গত বছরের তুলনায় এ বছর ২ দশমিক ১৩ শতাংশ গে পর্নোসার্চ বেড়েছে।

সমীক্ষায় আরো দেখা যায়, ভারতীয়দের মধ্যে পর্নোসাইট দেখার হিড়িক পড়ে উৎসবের সময়। এমনিতে পর্নোসাইট দেখার জন্য ভারতীয়দের প্রিয় দিন শনিবার। আর রোববার পর্নোসাইট দেখার হিড়িক থাকে সব থেকে কম। তবে ভারতীয়রা সপ্তাহের শেষে পর্নোসাইট দেখতে ভালবাসলেও ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল সপ্তাহ শুরুই করেন পর্নোসাইট দেখে। ওদের প্রিয় দিন সোমবার।



মন্তব্য চালু নেই