পর্নগ্রাফি দেখলে আপনি হবেন ধার্মিক!

আপনি কি বেশি পরিমাণে পর্নগ্রাফি দেখেন? তবে আপনি অত্যন্ত ধার্মিক! শুনে অবাক হলেও এটাই সত্যি৷ এমনই তথ্য জানিয়েছে নিউইয়র্কের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী৷ তাঁরা জানিয়েছেন, একটি সমীক্ষা করে দেখা গিয়েছে, সমস্ত ব্যক্তিরা সপ্তাহে একধিকবার পর্নগ্রাফি দেখেন তারা সাধারণত ধার্মিক হন৷

এই অদ্ভুত তথ্যের কারণ হিসেবে জানার জন্য কথা বলা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান এবং ধর্ম বিষয়ক অধ্যয়নের সহকারী অধ্যাপক স্যামুয়েল পেরির সঙ্গে৷ তিনি জানিয়েছেন, যারা বেশি পরিমাণে পর্নগ্রাফি দেখেন তারা নিজেদের মধ্যে এক অদ্ভুত রকমের বিবেক দংশনে ভোগেন ফলে সেই সমস্ত ব্যক্তিরা প্রচণ্ড ধার্মিক হন৷ জানা গিয়েছে এই বিজ্ঞানীদের দলটি বিভিন্ন বয়সের ১৩১৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে কিছু প্রশ্ন করেছিলেন৷ যেখানে তাদের পর্নগ্রাফি দেখার বিষয়ে ও ধর্মীয় বিষয়ে জানতে চাওয়া হয়েছিল৷ সেখানে পাওয়া তথ্য বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা এই মতামত দিয়েছেন বলে জানা গিয়েছে৷ অধ্যাপক স্যামুয়েল পেরি জানিয়েছেন যে, ওই ব্যক্তিদের থেকে পাওয়া তথ্যকে বয়স,লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল এবং সেই তথ্য বিশ্লেষণ করেই তাঁরা এই মত দিয়েছেন৷



মন্তব্য চালু নেই