পর্দা দখলে শাকিব-অঙ্কুশ যুদ্ধ

এবারের ঈদ ঢালিউড’র জন্য এক অন্যরকম ঈদ। বাংলাদেশের ‘কিং খান’ শাকিব খানের সঙ্গে বড় পর্দা দখলে যুদ্ধে নেমেছেন কলকাতার ‘আইসক্রিম বয়’ অঙ্কুশ হাজরা।

ঈদের দুই দিন পার হয়েছে এরই মধ্যে, শাকিব খান ও অপু অভিনীত সিনেমা ‘রাজা বাবু’ ও নুসরাত ফারিয়া ও অঙ্কুশ অভিনীত ‘আশিকি’ মুক্তি পেয়েছে। শুরু হয়েছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ঢাকাই হিরো ও কলকাতার হিরোর মধ্যে যুদ্ধ।

বাংলাদেশের ‘নম্বর ওয়ান’ শাকিব খানের সিনেমা দেশের দর্শকের কাছে অনেক জনপ্রিয়। অন্যদিকে কলকাতার আলোচিত নায়ক অঙ্কুশ’র বাংলাদেশে ‘আশিকি’ তৃতীয় ছবি। এর আগে তিনি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এবং ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবির মাধ্যমে বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের সামনে এসে সফল হয়েছেন।

সে কারণে ছবি দু’টি নিয়ে চলচ্চিত্র ব্যবসায়ীদের আগ্রহের পাশাপাশি শাকিব খান ও অঙ্কুশের পর্দাযুদ্ধ দেখার জন্য দারুণ উত্তেজিত সিনেমা সংশ্লিষ্টরাসহ সবাই।

চলচ্চিত্রবোদ্ধাদের মতে দুটি ছবিই যেহেতু বড় মাপের এবং বিশাল বাজেটের সেহেতু প্রতিযোগিতটাও বেশ জমবে। আসলে কিছুদিন অপেক্ষা করতে হবে যুদ্ধ জয়ী নায়কের নাম জানতে।



মন্তব্য চালু নেই