পর্ণগ্রাফির সানি আর বাস্তবের সানির মধ্যে যে কতো পার্থক্য ছবিগুলো না দেখলে বুঝবেন না…

এখন আর সে পর্নস্টার নয়, পুরোপুরি সুপারস্টার। মাতিয়ে চলছেন বলিউড। আবেদনময়ী এই স্টার পৌঁছেছেন গুগল সার্চের শীর্ষে। বলছি সানি লিওনের কথা।

সাবেক এই পর্নস্টার জানিয়েছেন, রূপালি পর্দায় তাকে যেভাবে দেখা যায়, বাস্তবে তিনি একদমই ভিন্ন এক মানুষ। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘মাস্তিজাদে’। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত সানি লিওন।

তিনি বলেন, প্রথমবারের মতো আমি জমজ বোনের চরিত্রে অভিনয় করছি। যদিও সবাই আমাকে আবেদনময়ী নারীর রূপে দেখে। তবে বাস্তব জীবনে আমি সাদাসিদে।

দেখুন সানি লিওনের দৈনন্দিন জীবনের কয়েকটি মুহূর্ত…

Sunny-Leon520151026150619 Sunny-Leon420151026150319 Sunny-Leon320151026150315 Sunny-Leon220151026150311 Sunny-Leon120151026150307



মন্তব্য চালু নেই