পরীমনির সঙ্গে এ কোন নায়ক?
ঢাকাই চলচ্চিত্রের সুদিন বইছে। বলিউউ ও টালিগঞ্জের নায়ক-নায়িকাদের মতো চরিত্রের স্বার্থে ঢালিউডের নায়ক-নায়িকারা নিজেদের ভাঙ্গছেন আবার গড়ছেন। পোশাক, মেপকাপ, গেটআপ সবকিছুই যেনো উন্নত হচ্ছে। নায়ক-নায়িকাদের চেষ্টাও আছে আকাশ সমান। তেমনি এক চরিত্রে এবার দেখা যাবে ড্যাসিং হিরো জাহেদ খানকে।
‘অন্তরজ্বালা’ শিরোনামে জাহেদের নতুন সিনেমায় তাকে দেখা যাবে অসহায় এক মানুষ চরিত্রে। যার থাকার মতো কোথাও কোনো জায়গায় নেই। তিনি এই নগরীর অবহেলিত এক ব্যক্তি। চরিত্র যাই হোক না কোনো চরিত্রের স্বার্থে একেবারে নিজেকে ভেঙ্গে ফেলেছেন এ নায়ক। জাহেদের অফিসিয়াল ফেসবুক পেজে মিলেছে তেমনি কয়েকটি।
মালেক আফসারী পরিচালিত ‘অন্তরজ্বালা’ ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন জাহেদ ও পরীমনি। এরইমধ্যে শুটিং প্রায় কাজ শেষ। এবছর মুক্তি পাবে জাহেদ-পরীর এ ছবিটি।
মন্তব্য চালু নেই