পরীমনির বুকের মাঝে প্রেমের আগুন

আবারো একসঙ্গে পর্দায় জুটি বাঁধলেন আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা বাপ্পী চৌধুরী। এস এম শাহনেওয়াজ সানু পরিচালিত ‘বুকের মাঝে প্রেমের আগুন’ ছবিতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। আজ বিকেল থেকে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং বাড়িতে নতুন এ ছবিটির শুটিং শুরু হয়েছে।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক এস এম শাহনেওয়াজ শানু বলেন, ‘আজ ১ ডিসেম্বর থেকে বুকের মাঝে প্রেমের আগুন সিনেমার শুটিং শুরু করেছি। এ লটে তিন দিনের শুটিং হবে।’

নতুন ছবির গল্প প্রসঙ্গে শাহনেওয়াজ শানু বলেন, ‘অ্যাকশন রোমান্টিক ঘরানার ছবি হবে এটি। এই সিনেমায় পরীমনিকে উপস্থাপন করা হবে একজন সুপার মডেল হিসেবে, আর বাপ্পী অভিনয় করবেন একজন প্রতিবাদী যুবকের চরিত্রে। তবে, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। গতানুগতিক খল চরিত্রের বাইরেও তাঁকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। সব ধরনের দর্শকের হলে ফিরিয়ে আনতেই নির্মাণ করা হচ্ছে ছবিটি।’

শাহনেওয়াজ শানু আরো বলেন, ‘আমার চরিত্রানুযায়ী পরী ছাড়া আর কাউকে এত গ্ল্যামারাস মনে হয়নি। যখন চরিত্র নিয়ে আমরা আলোচনা করি তখনই পরীর কথা মাথায় আসে। এ কারণেই তাকে নেওয়া।’

ছবিটি প্রসঙ্গে পরীমনি বলেছেন, ‘আমার গল্প এবং চিত্রনাট্য পড়ে অসাধারণ লেগেছে। এ কারণেই কাজ করা।’

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গান থাকবে। গানগুলো গেয়েছেন কনকচাঁপা, আঁখি আলমগীর, প্রতীক হাসান, কিশোর।

প্রসঙ্গত, এর আগে পরিচালক শাহনেওয়াজ শানুর ‘মাটির পিঞ্জিরা’ নামে একটি ছবি মুক্তি পেয়েছিল।



মন্তব্য চালু নেই