‘পরীক্ষিত’ নেতাদের কমিটি চেয়ে যুবদলের বিক্ষোভ
যোগ্য, দক্ষ ও পরীক্ষিত নেতাদের দিয়ে অবিলম্বে নতুন কমিটি ঘোষণার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদলের একাংশের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল-সমাবেশ হয়।
মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের মামলা প্রত্যাহার এবং তাকে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক করার দাবিও জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভে সৎ, মেধাবী ও রাজপথে পরীক্ষিত নেতাদের হাতে যুবদলের নেতৃত্ব দেয়ার দাবি জানানো হয়। এর আগে, সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতা-কর্মীরা।
এতে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সদস্য সোহেল আহমেদ, আহসান উল্লা তুষার, সৈয়দ আবেদিন প্রিন্স, মঈনুল ইসলাম হিটু, তাইজুদ্দিন সাগর, জিএস বাবুল, সেলিম রেজা, জামাল হোসেন, কাদের সিদ্দিকী, মীর ফরিদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি কেয়াম উদ্দিন কেয়াম, যুগ্ম সম্পাদক তানভীর সেন্টুসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই