পরীক্ষা শেষ, ফলাফলের অপেক্ষায় তাসকিন

অ্যাকশন ত্রুটির কারণে সাময়িক নিষেধাজ্ঞা কাটাতে অস্ট্রেলিয়ায় তাসকিন আহমেদের পরীক্ষা শেষ হয়েছে। টাইগারদের এই পেস সেনসেশন তার ফেসবুক পেজে বৃহস্পতিবার সকালে এমনটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

ইতিবাচক ফলের আশায় রয়েছে তাসকিনসহ গোটা দেশবাসী। সকলকে এই গতিময় তারকার জন্য দোয়া করতে আহবানও জানানো হয়েছে পোস্টটিতে।

দুদিন আগে ৬ সেপ্টেম্বর বোলিংয়ের শুদ্ধি মিশনে অস্ট্রেলিয়ায় যান তাসকিন ও স্পিনার আরাফাত সানি। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তাসকিন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সেখানেই পরীক্ষা দেওয়ার কথা সানির।

পরীক্ষা দিয়ে তাসকিন-সানির দেশে ফিরবেন ১১ সেপ্টেম্বর। ফলাফল জানা যাবে পরীক্ষার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে।

অস্ট্রেলিয়া যাওয়ার আগে এবং সেখানে পৌঁছে চার-পাঁচ মাস ধরে নিজেদের ঐকান্তিক কঠোর পরিশ্রম এবং ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানান তারা।

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ২০ সদস্যের প্রাথমিক দলেও রয়েছেন তাসকিন, তবে সানি জায়গা পাননি।

ভারতে অনুষ্ঠিত গত টি-২০ বিশ্বকাপে একই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয় তাসকিন ও সানির বোলিং অ্যাকশন। চেন্নাইয়ের পরীক্ষায় সন্দেহটা সত্যি প্রমাণিত হওয়ায় দু’জনের ওপর নেমে আসে আইসিসির বোলিং নিষেধাজ্ঞা।



মন্তব্য চালু নেই