পরীক্ষা শেষে ‘পর্যটক’ তাসকিন-সানি

অ্যাকশন পরীক্ষা শেষ। এবার দেশে ফেরার পালা। তার আগে ব্রিসবেন শহরটাকে একটু ঘুরেফিরে দেখে নিতে চাইলেন তাসকিন আহমেদ আর আরাফাত সানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সরব উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, সময়টা ভালোই কাটছে এই দুই ক্রিকেটারের।

বৃহস্পতিবার বোলিং অ্যাকশন পরীক্ষা শেষে শুক্রবার ঘুরতে বের হয়েছিলেন বাংলাদেশের এই দুই বোলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিনের ভেরিফাইড পেজে দুজনের হাস্যজ্জ্বল ছবি পোস্ট করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘পরীক্ষা পার করেছি। এখন সময় সুন্দর এই শহর ঘুরে দেখার।’

ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টার ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা শেষে তাসকিন-সানি দুজনেই জানিয়েছিলেন, ভালোভাবে হয়েছে সবকিছু। ইতিবাচক ফলাফলের ব্যাপারেও আশাবাদী তারা।

সবকিছু ঠিক থাকলে রোববার ঢাকায় ফিরবে বাংলাদেশ জাতীয় দলের এই দুই ক্রিকেটার।

জানিয়ে রাখা ভালো, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।



মন্তব্য চালু নেই