পরীক্ষামূলক যাত্রাতেই দুর্ঘটনায় গুগলের গাড়ি!
পরীক্ষামূলক যাত্রাতেই দুর্ঘটনার শিকার হয়েছে গুগলের গাড়ি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সিলিকন ভ্যালি স্ট্রিটে একটি বাসের সঙ্গে ধাক্কা খায় গুগলের চালকবিহীন গাড়ি।বলা হচ্ছে, পরীক্ষামূলক যাত্রায় গুগুলের চালকবিহীন গাড়ির দুর্ঘটনায় পড়ার এটিই প্রথম ঘটনা।
বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
গুগলের চালকবিহীন গাড়ি সড়ক যোগাযোগে এক বিরাট চ্যালেঞ্জ। এ ধরনের গাড়ি রাস্তায় নামলে পাল্টে যাবে হাজার হাজার কোটি ডলারের গাড়ি ব্যবসার ধরন।
চালকবিহীন গাড়ির দুর্ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন ক্যালিফোর্নিয়ার মোটরযান বিভাগে জমা দিয়েছে গুগল। প্রতিবেদনটি সোমবার অনলাইনে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় মাউন্টেন ভিউয়ে গুগলের সদরদপ্তরের কাছে ১৪ ফেব্রুয়ারি একটি বাসের সঙ্গে ধাক্কা খায় চালকবিহীন গাড়ি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কিছু দায় গুগল নিয়েছে।
মন্তব্য চালু নেই