পরিসংখ্যান অনুযায়ী গুম, অপহরণ বৃদ্ধি পায়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরের তুলনায় গুম, অপহরণ বৃদ্ধি পায় নি বলে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরের তুলনায় গুম, অপহরণ বৃদ্ধি পায় নি। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিগত সালে যে ধরণের ঘটনা ঘটেছে তার তুলনায় কম হয়েছে।
তিনি বলেন, গুম, অপহরণ রোধে শহরের বিভিন্নস্থানে ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হবে। মাইক্রোবাসের কালোগ্লাস খুলে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলরের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নজরুল ইসলাম একজন দক্ষ নেতা। আইনশৃংখলা বাহিনী অপরাধীদের ধরার চেষ্টা করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান বলেন, একটা জায়গায় দীর্ঘদিন থাকলে কর্মে ঢিলেভাব চলে আসে। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
মন্তব্য চালু নেই