পরিবারের সঙ্গে ইবিজা দ্বীপে মেসি

কোপা আমেরিকায় হারের পর ট্যাক্স প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত হওয়া লিওনেল মেসি পরিবারের সঙ্গে ইবিজা দ্বীপে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ভূমধ্যসাগরীয় স্পেনের দ্বীপে বান্ধবী অ্যান্টোনেলা রোকোজ্জু ও তাদের দুই সন্তান থিয়াগো ও মাতেওকে নিয়ে ভ্রমণ করছেন।

মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো ইবিজার সমুদ্র সৈকতে মেসি সময় কাটিয়েছেন। বিলাসবহুল প্রমোদতরীতে করে তারা ঘুরে বেড়িয়েছেন।

২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা ও কোপা ডেল রে’র শিরোপা জিতেছেন মেসি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে হেরে গেছেন। এরপর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় চিলির কাছে হারলেন। এই নিয়ে জাতীয় দলের জার্সি গায়ে টানা তিনটি ফাইনালে হারলেন।

সেই দুঃখ কাটিয়ে ওঠার আগে স্পেনের একটি আদালত মেসি ও তার বাবাকে ২১ মাসের জেল দিয়েছেন। কর প্রতারণার মামলায় তাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়েছে। তবে ইবিজায় ভ্রমণের সময় মেসিকে বেশ উৎফুল্ল দেখা গেছে।



মন্তব্য চালু নেই