পরিত্যক্ত অবস্থায় দিয়াজের সনদপত্র উদ্ধার
সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ্-আমানত হলের ডাইনিং এর পাশে চবির সাবেক ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর একাডেমিক সার্টিফিকেট এবং তার বাবার মুক্তিযোদ্ধা সনদপত্র ‘পরিত্যক্ত’ পাওয়া গেছে।
আজ ১২ই ডিসেম্বর সোমবার সকালে কয়েকজন হলের কয়েকজন আবাসিক ছাত্র এবং কর্মচারীরা বিষয়টি সনাক্ত করেন।
উল্লেখ্য গত ২০ নভেম্বর চবি ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ‘রহস্যজনক’ মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথম ময়নাতদন্তে মৃত্যুর কারণ ‘আত্নহত্যা’ বলে উল্লেখ করা হয়। কিন্তু পরবর্তীতে আদালতের নির্দেশে ১০ ডিসেম্বর লাশ উত্তোলন করে পুনঃময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) নেয়া হয়। ঢামেকে ময়নাতদন্ত শেষে শরীরে ‘আঘাতের চিহ্ন’ পাওয়া গেছে বলে জানান চিকিৎসকরা। যদিও এটি ‘আত্মহত্যা’ নাকি ‘হত্যা’, তা নিশ্চিত করে কিছু বলা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন ও প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে বলে ঢামেক সূত্র জানায়।
মন্তব্য চালু নেই