পরিচালক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন চকোলেট বয় রনবীর!

বলিউডের ‘চকোলেট বয়’খ্যাত অভিনেতা রনবীর কাপুর এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে নিজের নাম লেখাতে যাচ্ছেন। আরকে ফিল্মস’র ব্যানারে একটি মুভি পরিচালনা করতে যাচ্ছেন ‘তামাশা’র এই অভিনেতা।

কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর নিজের নামে আরকে ফিল্মস প্রতিষ্ঠা করেন। এই প্রডাকশন হাউসটি তার ব্যানারে খুব বেশি মুভি বানায়নি। রাজ কাপুরের নাতি রনবীর ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’র পর তেমন ব্যবসাসফল কোনো মুভি উপহার দিতে পারেননি। তাই তিনি এখন প্রডাকশন হাউসটির ব্যানারে একটি মুভিতে একইসঙ্গে অভিনয় ও এটি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবরে বলা হচ্ছে। তবে একটি সূত্র জানায়, রনবীর হয়তো স্রেফ মুভিটিতে অভিনয় করবেন। অার এটি পরিচালনার দায়িত্ব দেবেন বন্ধু অনুরাগ বসু, ইমতিয়াজ আলী বা আয়ান মুখার্জীর মধ্যে কারো একজনের কাঁধে।

এদিকে, রনবীর বর্তমানে ‘এ দিল হে মুশকিল’ নামে একটি মুভিতে অভিনয় করছেন। এতে তার বিপরীতে আছেন ঐশ্বরিয়া রায় ও আনুশকা শর্মা।



মন্তব্য চালু নেই