পবিপ্রবি এর বহিঃস্থ ক্যাম্পাসে এ শুরু হতে যাচ্ছে আন্তঃ সেমিষ্টার ক্রিকেট টুর্নামেন্ট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বহিঃস্থ ক্যাম্পাসে এ আন্তঃ সেমিষ্টার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। এবার এই টুর্নামেন্টে ৯টি দল অংশগ্রহণ করবে যা গতবারের চেয়ে একটি দল বেশি।

টুর্নামেন্টকে ঘিরে ক্যাম্পাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ।প্রত্যেকটি দল প্রতিদিন অত্যন্ত কঠোর অনুশীলন করছে। প্রতিদিন চলছে প্রস্তুতি ম্যাচ।

টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল হিসেবে অংশগ্রহণ “দুর্বার থারটিন”।দুর্বার থারটিন দলের ক্যাপ্টেন ইউসুফ জানান যে,”আমরা এই টুর্নামেন্টে প্রথম বারের মত অংশগ্রহণ করছি,আমাদের যে সামর্থ্য আছে তার সবটুকু যদি আমরা মাঠে দেখাতে পারি তাহলে আমরা আশাবাদি,আমরা ফাইনালে যেতে পারব।”

এই টুর্নামেন্টকে ঘিরে ক্যাম্পাসে সবাই ফুরফুরে মেজাজে আছে।সবার মধ্যে আগ্রহ কখন শুরু হবে! সবার অপেক্ষার অবসান গঠিয়ে আগামী মঙ্গলবার মাঠে গড়াচ্ছে আন্তঃসেমিষ্টার ক্রিকেট টুর্নামেন্ট।



মন্তব্য চালু নেই