পবিত্র কোরআন শরীফ সামনে ধরলেই শিশুর অলৌকিক কান্ড! (ভিডিওসহ)

ছোট্ট একটি বাচ্চার ভিডিও, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোড়ন তুলেছে। ছোট্ট এই বাচ্চাটির সামনে পবিত্র কোরআন শরীফ খুলে রাখলে সে হাসছে কোরআন শরীফ পড়তে না জানলেও স্পর্শ করছে তার ছোট্ট দুইটি হাত দিয়ে।

কিন্তুবন্ধ করে দিলেই আবার কেঁদে উঠছে, আবার মেলে ধরলেই হাসছে বাচ্চাটি, এভাবে কিছুক্ষণ করার পর কোরআন শরীফের পরিবর্তে অন্য একটি বই সামনে ধরা হল।

কিন্তু বাচ্চাটি কিছুক্ষণ পরখ করেই অমনি কান্না শুরু করে দিল আবারও কোরআন শরীফ সামনে ধরার পর অমনি নিশ্পাপ শিশুর মুখে হাসি।

child child1 child2

https://youtu.be/uJg7jcv6Qn0



মন্তব্য চালু নেই