পবিত্র আজানের ধ্বনিতে ফোটে যে ফুল! (ভিডিও)

ইসলাম ধর্মে আজানের অর্থ হল আল্লাহ্‌র ঘরে যাবার জন্য আহ্বান করা। মুসলমান ধর্মের নিয়মানুযায়ী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়। তাই দিনে পাঁচবার মসজিদে আজান দিয়ে নামাজের জন্য আহ্বান করা হয়। আজান কানে পৌঁছানোর সাথে সাথে কিছু দোয়া পড়তে হয়।

aaa কিন্তু খুবই রহস্যময়ভাবে ফুলের সাথে একটি কাহিনী ঘটে। যখন আজান দেয়া হয় তখন এই ফুল ফোটে এবং যখন আজান শেষ হয়ে যায় তখন সাথে সাথে ফুলটি আবার বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা এ বিষয়ে অনেক গবেষণা করেছেন কিন্তু কখনও এ বিষয়ে কোন কার্যকরী সূত্র আবিষ্কার করতে পারে নি।

bbbb

তারা এই ফুলের সামনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের মিউজিক বাজিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু এই ফুল শুধু আজানের সময়ে আজান শুনেই ফোটে এবং আজান শেষে বন্ধ হয়। সবশেষে বিজ্ঞানীরা একটি উত্তর দেন যে, ‘এই রহস্যের সকল উত্তর শুধুমাত্র সৃষ্টিকর্তা দিতে পারবেন’।–সূত্র: ইন্টারনেট।

https://youtu.be/hX8dUXrhvUg



মন্তব্য চালু নেই