পবা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ইন্তেকাল
রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হুসাইন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
তিনি নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে চিকিৎসারত অবস্থায় সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোকবুল হুসাইন কর্মজীবনে তিনি নওহাটা ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি জামায়াতের রাজশাহী মহানগর সুরা ও কর্মপরিষদের সদস্য ছিলেন।
মোকবুল হুসাইন নওহাটা ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এবং পবা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
মঙ্গলবার সকালে মরহুমের নিজ গ্রাম নওহাটা মহানন্দখালিতে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মন্তব্য চালু নেই