পন্ড হবে প্রথম ওয়ানডে ?

আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পন্ড হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ওইদিন সন্ধ্যার পর থেকে বজ্রসহ ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার খবর অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা শতকরা ৬০ ভাগ।

ঢাকা শহরের আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার সকাল থেকে রাজধানীতে গরমের পরিমাণ বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের মতো।

আকাশ সকাল থেকেই মেঘলা থাকতে পারে। তবে সবচেয়ে ব্যাপারটি হলো, সন্ধ্যা ছয়টার পরে ঢাকাতে ১-৩ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সত্যিই যদি সেরকম কিছু হয়, তাহলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামও যে ছাড় পাবে না, সেটা বলার অপেক্ষা রাখে না।

দিবা-রাত্রির প্রথম ওয়ানডে ম্যাচটি আগামীকাল দুপুর আড়াইটা থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই