পদ ছাড়তে চান বিএনপির শামীমও
বিএনপির সদ্য ঘোষিত কমিটির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পুরানো কমিটির সহদফতর সম্পাদক শামীম নতুন কমিটিতে সহপ্রচার সম্পাদক পদ পেয়ে ক্ষোভে এ ঘোষণা দেন।
অবশ্য তিনি জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তার পদ থেকে অব্যহতি চেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শামীম ক্ষুব্ধ হয়ে কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার চেয়েছেন। সহদফতর সম্পাদকের চেয়ে নিচের পদ সহ-প্রচার সম্পাদক পদটি।
এছাড়া শামীমকে করা হয়েছে তিন নম্বর সহপ্রচার সম্পাদক। আর ১ নম্বর সহ-প্রচার সম্পাদক করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলামকে যিনি তার কনিষ্ঠ।
গত ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের চার মাস ১৬দিন পর শনিবার দুপুরে ঘোষণা করা হয় বিএনপির পূর্ণাঙ্গ কমিটি।
এতে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোসাদ্দেক আলী ফালুকে ভাইস চেয়ারম্যান করা হয়। কিন্তু কমিটির ঘোষণার সাড়ে ৪ ঘণ্টার মাথায় পদত্যাগপত্র জমা দেন তিনি।
মন্তব্য চালু নেই