পদ্মা সেতুর মালিক দেশের জনগণ : যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু এ দেশের জনগণের, এটা দেশের জাতীয় সম্পদ, পদ্মা সেতু আওয়ামী লীগের নয়’।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরেরকান্দি পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্রে মাদারীপুর, শরিয়তপুরের স্থানীয় জন প্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেতু বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ও সেনা কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে জনগণের স্বার্থ সংশ্লিষ্টতা সম্পর্কে বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ হয়ে গেলে অর্থনীতিতে নতুন মাত্রা পাবে, এ দেশের জনগণ হবে তার অংশ এবং জনস্বার্থে এ সেতু নির্মাণ করা হচ্ছে। আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে তারাই তা করছে।’
এ সময় উপস্থিত ছিলেন, শরিয়তপুর-০১ আসনের এমপি বিএম মোজাম্মেল হক, বিগ্রেডিয়ার জেনারেল সাইদ আনোয়ারুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল শাহানুর জিলানী, কর্নেল মনিরুল হক, লে. কর্নেল মনিরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার জিল্লার রহমান, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, শরিয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলামসহ আরও অনেকে।
মন্তব্য চালু নেই