পদ্মাবতীকে দেখতে গেলেন শাহরুখ-আলিয়া
‘ডিয়ার জিন্দেগি’র প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ খান ও আলিয়া ভাট। একটু সুযোগ মিলতেই রাণী পদ্মাবতীর সাজে দীপিকা পাড়ুকোনকে দেখার লোভ সামলাতে পারলেন না।
‘ডিয়ার জিন্দেগি’ পরিচালনা করেছেন গৌরি সিন্ধে। আরো অভিনয় করেছেন কুনাল কাপুর, আদিত্য রায় কাপুর, অঙ্গাদ বেদি ও আলী জাফর। সিনেমাটি মুক্তি পাবে ২৫ নভেম্বর।
কইমই ডটকম জানায়, সম্প্রতি মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে নিজের নতুন সিনেমার প্রচারণায় হাজিরা দেন শাহরুখ-আলিয়া। ওই সময় জানতে পারেন একই স্টুডিওর অন্য সেটে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘পদ্মাবতী’র গানের শুটিং চলছে।
অবশ্য শাহরুখ-আলিয়া বেশিক্ষণ ওই সেটে থাকেননি। সঞ্জয় ও দীপিকার সঙ্গে কুশল বিনিময় করে দ্রুত পরের গন্তব্যে রওয়ানা দেন।
শাহরুখের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে পর্দা অভিষেক হয় দীপিকার। এরপর তারা অভিনয় করেন ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায়। এ দুই তারকার মধ্যে বন্ধুত্বের কথা বি টাউনের সবাই জানেন।
অন্যদিকে সঞ্জয় লীলা বানসালিও শাহরুখের ভাল বন্ধু। ‘দেবদাস’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন।
মন্তব্য চালু নেই