পদে সমঝোতা, দুপুরেই খোকনের পক্ষে নামছেন সেলিম

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক পদ পাওয়ার আশ্বাসে সাঈদ খোকনের পক্ষে শুক্রবার দুপুরেই মাঠে নামছেন হাজী মোহাম্মদ সেলিম।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের চকবাজারের বাসায় দুপুরেই যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রাথী সাঈদ খোকন।

এই দুই নেতা এক সঙ্গে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।

সাঈদ খোকনের ব্যক্তিগত সচিব হাবিবুল ইসলাম সুমন শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুমার নামাজের পর সাঈদ খোকন হাজী সেলিমের বাসায় দুপুরের খাবারও খাবেন। এরপর যৌথভাবে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন। নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন।

আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত হাজী মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বৈঠকটি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমণ্ডির বাসায় অনুষ্ঠিত হয়।

সূত্রমতে, ওই বৈঠকেই হাজী মোহাম্মদ সেলিমকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে কাজ করার নির্দেশ দেন দলের শীর্ষ নেতারা। এমনকি সরাসরি গণসংযোগেও অংশ নিতে বলা হয়। হাজী সেলিম এই প্রস্তাবে রাজি হয়ে যান। তবে তিনি সিটি নির্বাচনের পর ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে নিজের সাধারণ সম্পাদক পদটির প্রতি আগ্রহের কথা জানান। আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তাকে বিভক্ত ঢাকা মহানগর কমিটিতে দক্ষিণের সাধারণ সম্পাদকের পদ দেওয়ার আশ্বাস দেন।

ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন।

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসার বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি এম এম আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

বৈঠকে উপস্থিত থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হাজী সেলিমও আমাদের লোক। সাঈদ খোকনও আমাদের লোক। একজন মেয়র হলে অন্যজনতো পদের কথা বলতেই পারেন। এটাতো অন্যায় কিছু না।’



মন্তব্য চালু নেই