পদত্যাগের ঘোষণা দিলেন সেপ ব্ল্যাটার

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

FIFA

মঙ্গলবার তড়িঘড়ি করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ফিফায় দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে এ পদত্যাগের ঘোষণা দিলেন ব্লাটার।

সংবাদ সম্মেলনে সরে দাঁড়াবার ঘোষণা দিয়ে ৭৯ বছরের ব্লাটার যত দ্রুত সম্ভব একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বিশেষ ফিফা কংগ্রেস ডেকেছেন।

প্রসঙ্গত, গত সপ্তাহেই পঞ্চম মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুইজারল্যান্ডের ব্লাটার। কিন্তু নির্বাচিত হওয়ার চার দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

পদত্যাগের ঘোষণার পর ব্লাটার সাংবাদিকদের বলেন, ‘আমি সবকিছুর চেয়ে ফিফাকে বেশি ভালোবাসি।আমি শুধু সবচেয়ে ভালোটা করতে চেয়েছি। আমি ফুটবলের ভালোর জন্য পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তথ্যসূত্র : গোল ডটকম, ডেইলি মেইল ও বিবিসি।



মন্তব্য চালু নেই