পত্রিকা বিক্রেতাকে চিকিৎসা সহায়তা দিলে মিঠাপুকুর প্রেসক্লাব

রংপুরের মিঠাপুকুরে পত্রিকা বিক্রেতা গোলাপ মিয়ার অসুস্থ্য ছেলের চিকিৎসার্থে চিকিৎসা সহায়তা দিয়েছে মিঠাপুকুর প্রেসক্লাব। শনিবার বিকেলে প্রেসক্লাব ভবনে এই চিকিৎসা সহায়তার নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি হাশেম মন্ডল, সাধারন সম্পাদক আব্দুল হালিম, সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সদস্য ও মাইটিভির রংপুর বিভাগীয় ব্যুরো চীফ নজরুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, যুগ্ম সম্পাদক বিপ্লব রহমান, কার্যকরী সদস্য হোসাইন সবুজ আহমেদ, রেজাউল করিম লাবলু, শেখ সাদী সরকার, শামীম আখতার, রবিউল ইসলাম ওরফে রবি খন্দকার ও বাবলুর রহমান বারী। চিকিৎসা সহায়তার নগদ অর্থ গ্রহন করেন পত্রিকা বিক্রেতা গোলাম মিয়া।
উল্লেখ্য, তার বড় ছেলে ট্রাক শ্রমিক সোহেল সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য চালু নেই