পত্নীতলায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
নওগাঁর পত্নীতলায় এক শিশু পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার নজিপুর ইউনিয়নের রঘুনাথপুর যোগিবাড়ি উত্তরপাড়ার শাহিনুর আলমের ২য় পুত্র মুছা (২) বাড়ির সকলের অজান্তে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলে প্রতিবেশিরা পুকুরে ভেসে থাকতে দেখলে তাঁর পরিবারকে জানায় ও স্থানীয় এলাকাবাসী নিহত মুছার লাশ উদ্ধার করে।
এতে এলাকায় থমথমে এক পরিবেশ বিরাজ ও শোকের মাতম পড়ে। স্থানীয় ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই