পত্নীতলায় ২৮৩টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত

মোসা: শিউলি খাতুন,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ২৮৩টি পরিবারে বিদ্যুতের আলোয় আলোকিত করণ করা হয়েছে।

১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার নজিপুর ইউনিয়ন আ.লীগ আয়োজনে ফহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্য সামনে রেখে নজিপুর ইউপি চেয়ারম্যান সাদেক উদ্দীনের সভাপতিত্বে উক্ত বিদ্যুতায়ন উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা-ধামইরহাট এলাকার সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার (বাবলু)। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আ.লীগ সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ.লীগ সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ.লীগ সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌরসভার মেয়র মো: রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিমান কুমার দাস, নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-২, সদর দপ্তর পত্নীতলার জেনারেল ম্যানেজার মকবুল হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পত্নীতলা থানা ওসি আজিম উদ্দীন, পত্নীতলা ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরী, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বজলুর রশিদ, নজিপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সুদর্শন সাহা, নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌতম দে, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাব দপ্তর সম্পাদক মাসুদ রানা, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ অরুণসহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নজিপুর ইউনিয়নের ফহিমপুর ও শ্যামনগর গ্রামের ২৮৩টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছেন।



মন্তব্য চালু নেই