পত্নীতলায় ১২০ ইউপি মেম্বারের শপথ গ্রহণ অনুষ্ঠিত
মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ১২০জন ইউপি সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মরিয়ম বেগম (শেফা), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফফার, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক স্মৃতি রাণী মহন্ত প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক জানান, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের মোট ১২০জন ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে সাধারণ ৯০টি ও সংরক্ষিত নারী আসনের নির্বাচিত ৩০জন শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, নজিপুর ইউনিয়ন পরিষদের কাঞ্চন গ্রামের ৭নং ওয়ার্ডের মেম্বার পদের নির্বাচনে ভোট সমমান হওয়ায় তা নির্বাচন কমিশন ভোট স্থগিত রাখে এবং ওই ইউনিয়নের গেজেট প্রকাশ হয়নি।
মন্তব্য চালু নেই