পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু
মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় এক মটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
হাসপাতাল, স্থানীয় ও নিহতে পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বাবনাবাজ গ্রামের আব্দুস সাত্তারের প্রথম পুত্র শাহিনুর রহমান শাহিন ১৬জুন দুপুর ১১টার দিকে উপজেলার গগনপুর থেকে মেসের বাজার যাওয়ার পথিমধ্যে অটো-চার্জার ও মটরসাইকেল সংঘর্ষ বাঁধে। এতে আহত হলে মটরসাইকেল আরোহী যুবককে স্থানীয়রা প্রথমে পত্নীতলা সরকারি হাসপাতালে ভর্তি করান। পরে, অবস্থার অবণতি ঘটলে শাহিনকে উন্নত চিকিন্ধসার জন্য পরিবারের সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিন্ধসাধীন অবস্থায় শাহিন মৃত্যু বরণ করেন।
জানা যায়, নিহত শাহিন ফার্মাশিয়া কোম্পানিতে মেডিকেল প্রমোশন অফিসার (এম,পি,ও) কর্মরত ছিলেন। শাহিনের মৃত্যুতে পরিবার, আত্মীয় ও সহকর্মীরা জানতে পেরে এখন তাঁর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, অকাল মৃত্যুতে আমরা শোকাহত ও তা মেনে নেবার নয়।
মন্তব্য চালু নেই