পত্নীতলায় বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন বিকেল ৪টায় নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত মাহফিলে থানা বিএনপি’র সভাপতি মোকছেদুর রহমান সিঁরির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক, নওগাঁ জেলা বিএনপি’র সভাপতি ও ধামইরহাট-পত্নীতলা আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান (জোহা)।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল হামিদ, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাদেকুল বারী, নজিপুর পৌর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ, নজিপুর পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মাসুদ রানা, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, নজিপুর বণিক কমিটির সাধারণ সম্পাদক এজেড মিজান, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান প্রমুখ।

উক্ত ইফতার মাহফিলে উপজেলার আগত ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রায় ২হাজার রোজাদার অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ ছারোয়ার হোসেন। মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া কামনা করা হয়।



মন্তব্য চালু নেই