পত্নীতলায় উপজেলা জাতীয় মহিলা সংস্থার ঋণ বিতরণ
মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় উপজেলা জাতীয় মহিলা সংস্থার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে মহিলাদের জন্য আত্ম-কর্মসংস্থান এর জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম আওতায় হত দরিদ্র ও অসচ্ছলদের মাঝে মোট ৫লাখ ৮৫হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে।
৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত ঋণ প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা জাতীয় মহিলা সংস্থার ফিল্ড কো-অডিনেটর আমিনুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার ঘোষ, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
উল্লেখ্য, মোট ৫লাখ ৮৫হাজার টাকা উপজেলার ৩৯জন হত দরিদ্র ও অসচ্ছল মহিলাদের মাঝে প্রত্যেককে নগদ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই