পতিতা পল্লী থেকে ৫ কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব

ফরিদপুর: জেলার গোয়ালন্দ ঘাট পতিতা পল্লী থেকে ৫ কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় লায়লা বেগম নামে এক বাড়িওয়ালিকে আটক করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মেজর আবদুল্লাহ আল হাসান জানান, গোপন সংবাদে গোয়ালন্দ ঘাট পতিতা পল্লীতে অভিযান চালানো হয়। এসময় পতিতা পল্লী সংলগ্ন একটি বাড়ি থেকে ৫ কিশোরীকে উদ্ধার করা হয়। এদের গত দুই মাস ধরে এই বাড়িতে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসা করানো হচ্ছিল। এই কিশোরীদের দেশের বিভিন্ন জেলা থেকে অপহরণ ও প্রতারণার মাধ্যমে নিয়ে এসে একটি চক্র এখানে বিক্রি করে যায়।

এই কর্মকর্তা আরো জানান, এই ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে, উদ্ধার হওয়া কিশোরীদের সঠিক অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



মন্তব্য চালু নেই