পঞ্চগড়ে ফেনসিডিলসহ তরুণ আটক
পঞ্চগড়ে চার বোতল ফেনসিডিলসহ এক তরুণকে আটক করেছে সদর থানা পুলিশ।
আটককৃতের নাম- আব্দুস সামাদ (৩০)। সে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া সেনপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাউলাপাড়া এলাকা থেকে পঞ্চগড় সদর থানার এএসআই মোকাদ্দেস আলীর নেতৃত্বে একদল পুলিশ তাকে চার বোতল ফেনসিডিলসহ (আনুমানিক মূল্য ৪ হাজার টাকা) আটক করে।
সামাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই