পঞ্চগড়ের বোদায় ইভটিজিং : যুবকের কারাদন্ড

পঞ্চগড়ের বোদায় ইভটিজিংয়ের অভিযোগে সেলিম রহমান (২৪) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বোদা পৌর সদরের ভাসাইনগর মহল্লায় এক মহিলাকে ইভটিজিং করার সময় স্থানীয় এলাকাবাসী তাকে ধরে ফেলে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের হাজির করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু আউয়াল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ৫০৯ ধারা অনুযায়ী এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত সেলিম ওই গ্রামের হাফিজার রহমানের পুত্র বলে জানা যায়।



মন্তব্য চালু নেই