পছন্দের পতিতাকে না পেয়ে ৬ জনকে খুন
ব্রাজিলের একটি পতিতালয়ের এক খদ্দের ঈর্ষান্বিত হয়ে ছয়জনকে হত্যা করেছে।
এর কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, পতিতালয়ে গিয়ে সে জানতে পারে যে তার প্রিয় পতিতা আরেকজনের সঙ্গে সময় কাটাচ্ছে।
এ খবর জানতে পেয়ে সে তার গাড়িতে ফিরে যায় এবং একটি রিভলবার নিয়ে ফেরত আসে। এরপর সে গুলি চালিয়ে সেই পতিতা, তার খদ্দের এবং আরও চারজনকে হত্যা করে।
সাও পাওলোর জাবোটিকাবাল শহরে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ঘাতক প্রথমে পালিয়ে যেতে সক্ষম হলেও বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছে। এএফপি।
মন্তব্য চালু নেই