পকেটের পয়সা খরচ করে রোগী দেখেন যে ডাক্তার

বছরভর অজস্র ফ্রি মেডিক্যাল ক্যাম্প আর রোজ গড়ে ১৫ জনকে বিনামূল্যে সেবা দেওয়া, এটাই জীবনের পরম ধর্ম ডক্টর সুনীল কুমার হেব্বির কাছে। ভারতের কর্ণাটকের এই চিকিৎসক দরিদ্রদের কাছে দেবদূতের মতো।

কর্ণাটকের বিজয়পুরার বাসিন্দা সুনীল ডাক্তারি পাশ করে যোগ দিয়েছিলেন বেসরকারি হাসপাতালে। কয়েকদিনের মধ্যেই চিকিৎসা ব্যবস্থার মুনাফামুখীনতা দেখা হয়ে গেল তার। বুঝলেন, বেসরকারি জায়গায় রোগীর অর্থ না থাকলে এক বিন্দুও চিকিৎসা সেবা দেওয়া হয় না।
ছেড়ে দিলেন সেই হাসপাতাল। এখন এই জেনারেল ফিজিশিয়ান প্রাইভেট প্র্যাকটিস করেন। তবে ভিজিট মাত্র ৩০ রুপি। বেসিক চেক আপ আর ওষুধ মিলিয়ে খরচ বেশিরভাগ সময়েই থাকে ১০০ রুপির ভিতরে। আর রোজ ১০ থেকে ১৫ জন রোগী দেখেন সম্পূর্ণ বিনা পয়সায়।

সুনীল পাশে পেয়েছেন বেশ কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে। আছেন কয়েকজন স্বেচ্ছাসেবীও। বিভিন্ন জায়গা চিহ্নিত করে আয়োজন করা হয় বিনা পয়সার মেডিক্যাল ক্যাম্প। দেশের বাড়িতে অল্পবিস্তর জমি আছে সুনীল ডাক্তারের। সেখান থেকেও যা উপার্জন হয় তার প্রায় সবটাই তিনি দিয়ে দেন এই কর্মযজ্ঞে।



মন্তব্য চালু নেই