নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ

নাশকতার দু’টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

শুক্রবার বেলা ১১টায় দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাইট এঙ্গেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্ব এ মিছিলে যুবদলের প্রায় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এসময় যুবদলের নেতাকর্মীরা সরকার বিরোধী নানা স্লোগানও দেন। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এসময় যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই