নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, চার্জশীট দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইট এঙ্গেল মোড় ঘুরে ফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান দলের নেত্রীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব বিক্ষোভে মিছিলে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ সংগঠনটির প্রায় শতাধিক নেত্রী উপস্থিত ছিলেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান নিলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



মন্তব্য চালু নেই